Best Photo Editing Apps Free,Best Photo Editing Apps for Android।।ছবি সম্পাদনার জন্য সেরা অ্যাপ

Ticker

100/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

Best Photo Editing Apps Free,Best Photo Editing Apps for Android।।ছবি সম্পাদনার জন্য সেরা অ্যাপ

 Best Photo Editing Apps 2020:


Best Photo Editing Apps Free,Best Photo Editing Apps for Android।।ছবি  সম্পাদনার জন্য সেরা অ্যাপ

Best Photo Editing Apps সম্পর্কে এই পোস্টে আলোচনা করা হয়েছে। এছাড়াও আপনি জানতে পারবেন Best Photo Editing Apps for Android, Best Photo Editing Apps for iphone, Best Photo Editing Apps 2020


ছবি সম্পাদনার জন্য দরকার উন্নতমানের ডেক্সটপ কম্পিউটার( best photo editing apps for pc,best photo editing apps for mac)। এ ভাবনায় এখন পরিবর্তন এসেছে। স্মার্টফোনে (best photo editing apps android) যেমন ভাল ছবি তোলা যায় ঠিক তেমনি স্মার্টফোনেই (best photo editing apps on android)এখন সম্পাদনার কাজ বেশ ভালোভাবেই সেরে নেওয়া যায়। এর জন্য অ্যাপ স্টরে বেশকিছু অ্যাপ রয়েছে। স্মার্টফোনের (best photo editing apps for android 2020)অপারেটিং সিস্টেম ভেদে জনপ্রিয় ছবি সম্পাদনার সাতটি অ্যাপ (best photo editing apps 2020)সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক -


এডোবি লাইটরুমঃ  আমরা সকলেই জানি,এডোবির  সফটওয়্যারগুলো উন্নতমানের পেশাদার কাজের জন্য বেশ জনপ্রিয়। কম্পিউটারের এডোবি ফটোশপ দিয়ে জটিল সব কাজ করা যায়(photo editor apps)। তবে স্মার্টফোনের জন্য এডোবি ফটোশপের জটিল বিষয় গুলোকে সহজে রূপান্তর করেছে এডোবি লাইটরুম। তাছাড়া অ্যাডোবির মূল প্ল্যাটফর্মের সঙ্গেও যোগাযোগ করা যাবে। এতে সম্পাদনের মৌলিক কাজগুলো বিনামূল্যেই করা যাবে।তবে প্রিমিয়াম সুবিধা পেতে প্রতিমাসে আপনাকে খরচ করতে হবে প্রায় 10 ডলার।অ্যাপেলের অ্যাপ স্টোর (apple.co/38ID4h1) (best photo editing apps in iphone)এবং গুগলের প্লে স্টোর  (bit.ly/2P9krLr)(best photo editing apps in android)থেকে নামিয়ে নিতে পারেন। 


আফটার লাইটঃ  আফটার লাইটে ছবি সম্পাদনার সব মৌলিক সুবিধা রয়েছেে (best photo editor)। এছাড়াও এতে আগে থেকেই ফ্রেম ও ফিল্টার সুবিধা যোগ করা যায়। আপনার ছবিকে স্বতন্ত্র ভাব দেওয়ার জন্য আপনি নিজে থেকে তৈরি করে নিতে পারবেন ফিল্টার।(best photo editing apps in the world)এছাড়াও ওভারলে, ডাবল এক্সপোজার সুবিধাও থাকছে অ্যাপটিতে। অ্যাপটি বিনামূল্যে নামানো যাবে। For download click here apple.co.38J3dfo


স্নাপসিডঃ  এই অ্যাপটি গুগলের নিজস্ব একটি অ্যাপ। অ্যাপটি বিনামূল্যে পাওয়া গেলেও এটা দ্বারা আপনি পেশাদার সম্পাদনার কাজ করতে পারবেন।এতে আপনি সম্পাদনার বিষয়গুলো আপনার নিজের পছন্দমত ঠিক  করে নিতে পারবেন।(best photo editing software for android) এছাড়াও এই অ্যাপের বেশ কিছু সুবিধা রয়েছে। যেমন -ছবির কোন নির্দিষ্ট জায়গা নির্বাচন করে পরিবর্তন করা যাবে উজ্জ্বলতা,কনট্রাস্ট, স্যাচুরেশন ইত্যাদি।এছাড়াও আপনি এ অ্যাপটির সাহায্যে একটি ছবির উপর আরেকটি ছবি(best photo editing apps for selfies) বসিয়ে লেয়ার  তৈরি করেও সম্পাদনা করতে পারবেন। For Download click here snapseed.online.


VSCO:  এই অ্যাপটির সাহায্যে আপনি  ছবি ধারণ করতে এবং তা সম্পাদনা করতে পারবেন।এতে বিনামূল্যের বেশকিছু ফিল্টারও (photo editing apps for instagram) রয়েছে। এছাড়াও এ অ্যাপটিতে রয়েছে কমিউনিটি সুবিধা।যেখানে পেশাদার শিল্পী এবং নতুন শিল্পীদের মধ্যে মেলবন্ধন ঘটে।For download click here vsco.co  (best android apps free)


পিকসআর্টঃ  অ্যাপটিতে নানা ধরনের ফিল্টার এর পাশাপাশি বিভিন্ন ধরনের ব্রাশ টুল রয়েছে। (best photo editor for android)  এছাড়াও রয়েছে লেখাতে ছবি যুক্ত করার সুবিধাও। এছাড়াও এ অ্যাপের  আকর্ষণীয় সুবিধাটি হল একটি ছবির যে কোন অংশ কেটে তা অন্য ছবিতে সংযুক্ত করা যায়।এ অ্যাপটি ও আপনি বিনামূল্যে ব্যবহার করতে পারবেন। For download click here bit.ly/39LheJD   


প্রিভিউঃ  যারা নিয়মিত ইনস্টাগ্রাম ব্যবহার করেন তাদের এ অ্যাপটি অনেক সুবিধা দেবে।(photo edit apps for pc) এই অ্যাপটির সঙ্গে ইনস্টাগ্রামের নকশার অনেক সামঞ্জস্য রয়েছে।(best image editing app) এছাড়াও এই অ্যাপ থেকে সম্পাদনা করার পর আপনি সরাসরি ইনস্টাগ্রামে শেয়ার করতে পারবেন। এছাড়াও এতে ক্যাপশন লেখার সুবিধাও রয়েছে। For download click here apple.co/2P6aTkk


To know more about it watch this video.I think it is useful for you.




এছাড়াও আপনি গুগল প্লে স্টোর এবং আইফোনের অ্যাপস স্টরে ছবি সম্পাদনার অনেক অ্যাপ্লিকেশন  পেয়ে যাবেন খুব সহজেই। 



Post a Comment

0 Comments