The 7 most talked topics in the today's world।। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি আলোচিত 7 বিষয়।

Ticker

100/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

The 7 most talked topics in the today's world।। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি আলোচিত 7 বিষয়।


The 7 most talked topics in the today's world।। বর্তমান বিশ্বের সবচেয়ে বেশি আলোচিত 7 বিষয়।
You will be able to know Internet of Things,IOT,AI, Artificial Intelligence, Best Data, Blockchain, Growth Hacking by reading this article.So let's start -

 নিচে এ দশকের সবচেয়ে বেশি আলোচিত সাতটি বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে। আমি আশা করি আপনারা উক্ত বিষয়গুলো জেনে উপকৃত হবেন।


ইন্টারনেট  অফ থিংস বা আইওটি: (internet of things examples) ইন্টারনেট  অফ থিংস কে সংক্ষেপে আইওটি বলা হয়। internet of things definition  সবচেয়ে সহজ ভাষায় বললে ইন্টারনেট অফ থিংস এর মানে হল যে কোন জিনিসকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করা।  internet of things ppt সেটা কোন দ্রব্য হতে পারে, কোন যন্ত্রপাতি হতে পারে, পশুপাখি হতে পারে এমন কি মানুষও হতে পারে।  internet of things pdf  ইন্টারনেট অফ থিংস এর মূল উদ্দেশ্য হলো সকল জিনিসকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করা। internet of things in Bangladesh  আর যেকোনো জিনিসকে ইন্টারনেটের সাথে সংযুক্ত করলেই আমরা সেই জিনিসকে দূর হতে নিয়ন্ত্রণ করতে সক্ষম হব। types of internet of things    আর এই উদ্দেশ্যকে সামনে রেখে এই সৃষ্টি হয়েছে ইন্টারনেট অফ থিংস। internet of things explained  ইন্টারনেট  অফ থিংস এই শব্দটি প্রথম ব্যবহার করেন কেভিন অ্যাশটন ১৯৯৯ সালে।  বর্তমানে র্আইওটি কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের মাধ্যমে ডাটাগুলোকে বিশ্লেষণ করে নানা গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিতে পারে। এমনকি  স্বয়ংক্রিয়ভাবে সিদ্ধান্ত গ্রহণ সে অনুযায়ী কাজও করতে পারে। আইওটি এর জনপ্রিয় উদাহরণ  হচ্ছে স্মার্টহোম। internet of things wiki 


কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই: (artificial intelligence) কম্পিউটার বিজ্ঞান ও সফটওয়্যার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে(artificial intelligence course) মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তাশক্তিকে কৃত্রিম উপায়ে বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। (artificial intelligence photo) অর্থাৎ মানুষের মত  (artificial intelligence meaning) কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন যন্ত্রপাতিও চিন্তা করতে পারে।(what is artificial intelligence in computer) আগের দিনের রোবটগুলো শুধুমাত্র কিছু নির্দিষ্ট কাজ করতে পারতো কিন্তু artificial intelligence movie) বর্তমানের কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন রোবটগুলো নিজে থেকেই সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে পারেন ।(artificial intelligence programming language)


আবেগিক বুদ্ধিমত্তা:  সংবেদনশীল বুদ্ধিমত্তা বলতে বোঝায়, কোন ব্যক্তির নিজের আবেগকে নিয়ন্ত্রণ ও পরিচালনার মাধ্যমে অন্যের আবেগকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা। আমরা অনেক সময় আমাদের আবেগকে ধরে রাখতে পারি না।ফলে আবেগের বসে বিভিন্ন ধরনের কাজ করে ফেলে যা অপরিকল্পিত । আবেগিক বুদ্ধিমত্তার পাঁচটি প্রধান উপাদান হচ্ছে আত্মসচেতনতা,  আত্মনিয়ন্ত্রণ, অনুপ্রেরণা, সহানুভূতি ও সামাজিক দক্ষতা।


ব্লক চেইন: blockchain meaning  ব্লক চেইন হলো একটি সুরক্ষিততম প্রযুক্তি। blockchain technology  এটি একটি অটোমেটেড প্রযুক্তি। blockchain wallet এই প্রযুক্তিকে কেউ কখনো অবৈধভাবে নিজের blockchain login  উপকারের জন্য ব্যবহার করতে পারবে না। blockchain explained    তথ্যগত  নিরাপত্তার কারণে blockchain app    ব্লকচেইন গুরুত্বপূর্ণ রেকর্ড সংরক্ষণের কাজে ব্যবহার করা হয়।  blockchain tutorials


গ্রোথ হ্যাকিং: growth hacking meaning  গ্রোথ  হ্যাকিংয়ের উদ্দেশ্য হল অল্প ব্যয় করে স্বল্প সময়ে যতটা সম্ভব বেশি ব্যবহারকারী বা গ্রাহককে যুক্ত করা। একটি গ্রোথ হ্যাকিং দলে থাকেন মার্কেটিয়ার, ডেভলপার, প্রকৌশলী এবং প্রোডাক্ট ম্যানেজার যারা বিভিন্নভাবে গ্রাহককে আকৃষ্ট করার চেষ্টা করেন। তারা কম খরচে কিন্তু বিপুলভাবে সোশ্যাল মিডিয়া, ভাইরাল বিপণন ইত্যাদির মাধ্যমে তাদের প্রডাক্ট এর বিজ্ঞাপন প্রচার করে।


বিগ ডেটা :  বর্তমান পৃথিবীতে রয়েছে বিপুল সংখ্যক ডাটা।বিগ ডাটা হলো ডেটা বিশ্লেষণের একটি বিশেষ ক্ষেত্র যেখানে অনেক বেশি পরিমাণ ও জটিল ধরনের ডেটা বিশ্লেষণের   সক্ষমতা থাকে। বর্তমানে এমনও শোনা যায় ভবিষ্যতে যার কাছে যত বেশি উপাত্ত থাকবে সে হবে ততো বেশি ক্ষমতাধর বা প্রভাবশালী। তাই অবশ্যই এর যথেষ্ট গুরুত্ব রয়েছে। 


চতুর্থ শিল্প বিপ্লব :  আগের যেকোনো বিপ্লবকে ছাড়িয়ে যাবে ডিজিটাল বিপ্লব বা চতুর্থ শিল্প বিপ্লব। স্মার্টফোন, আইওটি, কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবটিক্স, জৈবপ্রযুক্তি, কোয়ান্টাম কম্পিউটিং এর মতো বিষয়গুলো চতুর্থ শিল্প বিপ্লবের কেবলমাত্র সূচনা করেছে।


To watch video:


Another video:


তো আজ এ পর্যন্তই।আপনাদের পোস্ট টা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। 


Post a Comment

0 Comments