The way the results of HSC examination of 2020 have been done।।2020 সালের এইচএসসি পরীক্ষার রেজাল্ট যেভাবে করা হয়েছে

Ticker

100/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

The way the results of HSC examination of 2020 have been done।।2020 সালের এইচএসসি পরীক্ষার রেজাল্ট যেভাবে করা হয়েছে


The way the results of HSC examination of 2020 have been done।।2020 সালের এইচএসসি পরীক্ষার রেজাল্ট যেভাবে করা হয়েছে


করোনা পরিস্থিতির কারণে শিক্ষা কার্যক্রম পুরো এলোমেলো হয়ে গেছে। মুক্তিযুদ্ধের পর এত দীর্ঘ সময় ধরে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার রেকর্ড তৈরি হয়েছে করোনার কারণে। গত 10 মাসে একের পর এক পাবলিক পরীক্ষা বাতিল হয়েছে। 2020 সালের এইচএসসি পরীক্ষা তারই একটি অংশ। বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই পরীক্ষার্থীদেরকে মূল্যায়ন করা হয়েছে।আর এর ফলও হয়েছে ব্যাতিক্রম। এবারই প্রথম এইচএসসিতে সকল পরীক্ষার্থী পাস করেছে। আবার GPA-5 যতজন পেয়েছেন তাও একটি রেকর্ড। আর 2020 সালের এইচএসসি পরীক্ষার ফলাফল নির্ণয় করতে পরীক্ষার্থীর এসএসসি বা সমমান এবং জেএসসি বা সমমান এর ফলাফল ব্যবহার করা হয়েছে। আর এতেই বেঁধেছে বিপত্তি। অনেকে এইচএসসি বা জেএসসিতে GPA-5 না পেলেও তারা এইচএসসিতে জিপিএ 5 পেয়েছে। এর কারণ কি? চলুন আমরা 2020 সালের এইচএসসির ফলাফল নির্ণয় কি কি বিষয় বিবেচনা করা হয়েছে - 

জেএসসি পরীক্ষার 25% এবং এসএসসি পরীক্ষার 75% বিষয়ভিত্তিক নম্বর বিবেচনা করে 2020 সালের এইচএসসি পরীক্ষার রেজাল্ট তৈরি করা হয়েছে।

অর্থাৎ কোনো শিক্ষার্থীর কোন বিষয়ের ফলাফল নির্ণয় করতে তার জেএসসি পরীক্ষায় প্রাপ্ত ওই বিষয়ের মোট নম্বরের 25% এবং এসএসসি পরীক্ষায় প্রাপ্ত ঐ বিষয়ের মোট নম্বরের 75% সমন্বয় করা হয়েছে। যেমন, কোনো শিক্ষার্থী যদি জেএসসি পরীক্ষায় বাংলা বিষয়ে 75 নম্বর পায় এবং এসএসসি পরীক্ষায় 85 নম্বর পায় । তাহলে সে 2020 সালের এইচএসসি পরীক্ষায় বাংলা বিষয়ে নম্বর পাবে 82.5! তো চলুন এখন হিসাবটা মিলিয়ে নেওয়া যাক।


জেএসসির ক্ষেত্রে,

১০০ নম্বরের মধ্যে পেয়েছে   ৭৫

১       "           "          "     ৭৫/১০০

২৫    "           "          "   (৭৫×২৫)/১০০                                                            =১৮.৭৫

এসএসসির ক্ষেত্রে,


১০০ নম্বরের মধ্যে পেয়েছে  ৮৫

১        "         "          "       ৮৫/১০০

৭৫      "         "          "       (৮৫×৭৫)/১০০

                                         =৬৩.৭৫

অর্থাৎ মোট নম্বর (১৮.৭৫+৬৩.৭৫)  = ৮২.৫


আর এ নিয়ম মেনেই তৈরি করা হয়েছে 2020 সালের এইচএসসি পরীক্ষার প্রতিটা বিষয়ের বিষয় ভিত্তিক ফলাফল। কি বুঝলেন এবার?








Post a Comment

0 Comments