Never lose your mobile phone again after read this article ।। আপনার মোবাইল ফোন আর কখনোই হারাবেনা এ পোস্টটি পড়ার পর

Ticker

100/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

Never lose your mobile phone again after read this article ।। আপনার মোবাইল ফোন আর কখনোই হারাবেনা এ পোস্টটি পড়ার পর

 

Never lose your mobile phone again after read this article  ।। আপনার মোবাইল ফোন আর কখনোই হারাবেনা এ পোস্টটি পড়ার পর



CrookCatcher,how to use CrookCatcher app,


মোবাইল ফোন এখন আমাদের সকলের হাতে হাতে। মোবাইল ফোন আমাদের জীবনকে সহজ করে তুলেছে।তবে এই মোবাইল ফোনই অনেক সময় আমাদের জীবনকে বিষন্নতায় ডুবিয়ে রাখে, যখন আমরা আমাদের মোবাইল ফোনকে হারিয়ে ফেলি। আমাদের মোবাইল ফোনে অনেক ধরনের তথ্য থাকে, যেগুলো অমূল্য।যখন আমরা আমাদের মোবাইল ফোন হারিয়ে ফেলি সাথে সাথে আমরা আমাদের তথ্যগুলোকেও হারিয়ে ফেলি। আজকে আমরা এমন একটা জিনিস শিখব যেটা প্রয়োগ করে আমরা আমাদের তথ্যকে সুরক্ষিত রাখতে পারি। এমনকি মোবাইল ফোন হারিয়ে গেলেও। এছাড়াও আপনি এ ট্রিকটি কাজে লাগিয়ে আপনার হারিয়ে যাওয়া ফোনের সঠিক লোকেশনসহ চোরের ছবি দেখতে পারবেন। তো শুরু করা যাক - 

এজন্য আপনাকে একটি অ্যাপ ব্যবহার করতে হবে যার নাম  CrookCatcher - Anti Theft.   যার লিংক অ্যাপসটি ডাউনলোড করুন । অ্যাপসট ডাউনলোড করার পর ওপেন করুন। তারপর অ্যাক্টিভ করুন। এখানে অ্যাক্টিভ করতে আপনাকে ক্যাচ পূর্ণ করতে হবে। এরপর নির্দেশনা মত  কাজ করবেন। আর অবশ্যই লোকেশন অপশনটা অন করে রাখবেন। এরপর অ্যাক্টিভ নাউ এ ক্লিক করলে একটি ইমেইল এড্রেস দিতে বলবে। এখানে আপনি আপনার ই-মেইল এড্রেসটি দিন।তবে অবশ্যই খেয়াল রাখবেন এই ইমেইল এড্রেসটি যেন আপনি সবসময় ব্যবহার করেন। কারণ এই মেইল এড্রেসে আপনার notification আসবে। যখন কেউ আপনার মোবাইল ফোন খুলতে ভুল  পাসওয়ার্ড দেবে ঠিক তখনই এই অ্যাপটি তার ছবিসহ লোকেশন আপনাকে আপনার ই-মেইলের মাধ্যমে জানাবে।এই অ্যাপস এর দুটি সুবিধা রয়েছে। আপনার বাসায় কেউ যদি আপনার মোবাইল ফোনকে অনধিকার ব্যবহার করতে চাই তাহলে আপনি তাকে অনায়াসেই  ধরে ফেলতে পারবেন।আবার  যদি আপনার মোবাইল ফোনকে কেউ  চুরি করে তাহলে আপনি তাকে অবশ্যই ধরে ফেলতে পারবেন। আপনার মোবাইল ফোনের বর্তমান লোকেশনসহ আপনি চোরের ছবি দেখতে পারবেন। আর এ জন্য আপনাকে আপনার ইমেইল এড্রেস এবং ইমেইল এর পাসওয়ার্ড অবশ্যই মনে রাখতে হবে। কারণে ইমেইল এবং ইমেইলের পাসওয়ার্ড ব্যবহার করেই আপনি আপনার হারিয়ে যাওয়া মোবাইল  ফোনকে খুঁজে পেতে পারেন। তো  আর দেরি কেন উপরের লিঙ্কে ক্লিক করে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিন আর সুরক্ষিত থাকুন।

Post a Comment

0 Comments