Battery charging tips for Android phones.
মোবাইল ফোন এখন আমাদের সবার হাতে হাতে। আমরা সারাদিনই মোবাইল ফোন ব্যবহার করি। আর বেশিক্ষণ মোবাইল ফোন ব্যবহার করতে গেলে আমরা মোবাইল ফোনের চার্জ নিয়ে বিরম্বনার শিকার হয়।মোবাইল ফোন ব্যবহার করতে গেলেই আমাদের মাথায় সবসময় চার্জের কথাটাই ঘোরে। এই বুঝি সব শেষ হয়ে গেল? এখন থেকে আপনাকে আর মোবাইল ফোনের চার্জ থাকা নিয়ে চিন্তা করতে হবে না। আর এজন্য আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন-
✓আপনার ফোনে 20 % এর কম চার্জ থাকলে তা ব্যবহার না করে তা অতি দ্রুত চার্জে বসান।
✓মোবাইল ফোনকে কখনোই রাতে চার্জে দিয়ে ঘুমাবেন না। এতে আপনার মোবাইল ফোনের বারোটা বেজে যাবে।
✓চেষ্টা করুন 100% চার্জ হওয়ার আগেই চার্জ দেওয়া বন্ধ করতে। এতে আপনার মোবাইল ফোনের ব্যাটারির স্বাস্থ্য ভালো থাকবে।তবে মাসে একবার 0 থেকে 100% পর্যন্ত চার্জ দিবেন।
✓আপনার ফোনের অপ্রয়োজনীয় বিভিন্ন অ্যাপস, যেগুলো আপনি ব্যবহার করেন না সেগুলো আনইন্সটল করে ফেলুন। কারণ অপ্রয়োজনীয় অ্যাপস আপনার মোবাইল ফোনের চার্জ কমায়।
✓প্রয়োজন না হলে ওয়াইফাই, ব্লুটুথ ইত্যাদি ব্যবহার থেকে বিরত থাকুন।
✓বিমানে অথবা মাটির নিচে থাকলে অবশ্যই এয়ারপ্লেন মোড অন করে রাখবেন।
✓আপনার ফোনের ইন্টারনাল স্টোরেজ যথাসম্ভব কম যাবার আগে আপনার ফোনের ব্যাটারির উপর রাখার চেষ্টা করবেন ।আপনার ফোনে যত ইন্টারনাল স্টোরেজ কম ব্যবহৃত হবে মোবাইল ফোনের উপর চাপ তত কম পড়বে ফলে আপনার মোবাইল ফোনের চার্জ ও কম ব্যবহৃত হবে।
✓আপনার ফোনের পাওয়ার সেভার অপশনটি চালু রাখতে।
✓যেখানে মোবাইল ফোনের নেটওয়ার্ক কম পায় সেই জায়গায় আপনি এয়ারপ্লেন মোড অন রাখতে পারেন। কারণ মোবাইল নেটওয়ার্ক খুঁজতে অনেক শক্তির প্রয়োজন হয় যা বর্তায় আপনার ফোনের ব্যাটারির উপর।
✓আপনার ফোনের ব্রাইটনেস কম করে রাখতে পারেন।
✓কখনোই আপনার মোবাইল ফোনকে চার্জে বসানো অবস্থায় ব্যবহার করবেন না এতে আপনার ফোনের ব্যাটারির উপর অনেক চাপ সৃষ্টি করে।
✓অন্য মোবাইল ফোনের চার্জার দিয়ে আপনার ফোনকে চার্জ দেয়া থেকে বিরত থাকুন। চেষ্টা করবেন সবসময় আপনার নিজস্ব চার্জার দিয়ে চার্জ দেওয়ার। কারণ আপনার চার্জারটা আপনার মোবাইল ফোনের সাথে সামঞ্জস্যপূর্ণ।
✓মোবাইল ফোনকে চার্জ দেওয়ার সময় ব্যাক কভার খুলে রাখার চেষ্টা করুন। কারন আপনার ফোনকে চার্জ দেওয়ার সময় অনেকটা তাপ উৎপন্ন হয়। আর পিছনে ব্যাক কভার থাকলে তা যথাসময়ে নিষ্কাশন হয় না যার প্রভাব পড়ে আপনার ব্যাটারির উপর।
উপরে বর্ণিত নিয়মগুলো মেনে চললে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক ভাল পাবেন এবং আপনার ফোনের ব্যাটারির স্বাস্থ্যও ভালো থাকবে ।তাই উপরোক্ত নিয়মগুলো মেনে চলার চেষ্টা করবেন।
0 Comments