Motorcycle। দেশের বাজারে কি সিসি সীমা থাকছে?

Ticker

100/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

Motorcycle। দেশের বাজারে কি সিসি সীমা থাকছে?

 Royal Enfield, Royal Enfield price, Royal Enfield Himalayan, Royal Enfield classic 350, Royal Enfield 350, Royal Enfield meteor, Royal Enfield Thunderbird, Kawasaki, motorcycle helmets, motorcycle accessories, motorcycle brands, motorcycle India, motorcycle for sale, motorcycle game, motorcycle insurance, motorcycle valley, motorcycle price in Bangladesh,

Motorcycle। দেশের বাজারে কি সিসি সীমা থাকছে?




যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী মোটরসাইকেল প্রস্তুতকারক ব্র্যান্ড royal enfield রয়েল এনফিল্ড বাংলাদেশের বাজারে আসছে ইফাদ অটোস এর হাত ধরে। royal enfield price গতি, ইঞ্জিন এর ক্ষমতা এবং নিয়ন্ত্রণ এই তিন মিলিয়ে সারা পৃথিবীর মানুষের সবার পছন্দের শীর্ষে রয়েছে রয়েল এনফিল্ড royal enfield himalayan । দেশের বাজারে রয়েল এনফিল্ড royal enfield classic 350 আসতে চলেছে। কিন্তু এক্ষেত্রে একটি সমস্যা আছে। royal enfield 350 আর তা হলো আমাদের দেশের সর্বোচ্চ সিসি ক্ষমতা 165। 165CC এর উপর  মোটরসাইকেল বাজারে ছাড়ার কোনো সুযোগ নেই। royal enfield meteor

যুক্তরাজ্যের রয়েল এনফিল্ড (royal enfield new model)এর সর্বনিম্ন সিসি ধারণক্ষমতা 250। তাই বর্তমান নিয়মে রয়েল এনফিল্ড (royal enfield meteor 350) এর কোন মোটরসাইকেল বাংলাদেশের বাজারে বৈধ নয়।( royal enfield thunderbird) রয়েল এনফিল্ডকে দেশে আনতে হলে সংশোধন করতে হবে বর্তমান(royal enfield bullet)  আমদানি নীতি 2015 সাল থেকে 2018  সালের জন্য প্রযোজ্য আমদানি নীতিতে সরকার মটরসাইকেলের সীমা 150 থেকে 165 তে রুপান্তর করে।(motorcycle helmets) তাই দেশের বাজারে রয়েল এনফিল্ড আসার কোন সুযোগ নেই।(motorcycle brands) তবে বর্তমানে শোনা যাচ্ছে, সরকার মোটরসাইকেলের সিসি সীমা বাড়িয়ে 350 করার পক্ষে(motorcycle accessories) ।আবার দেশীয় মোটরসাইকেল নির্মাতা রানার মোটরস বলছে, সিসি সীমা  একেবারেই বাজার থেকে উঠিয়ে দেয়া প্রয়োজন। motorcycle india

সরকার যদি সিসি সীমা বাড়িয়ে 350 বা একেবারে বাজার থেকে উঠিয়ে দেয় (motorcycle for sale) তাহলে দেশে আসবে নতুন নতুন বিনিয়োগের সম্ভাবনা। জাপানের ব্রান্ড কাওয়াসাকি (Kawasaki)  বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে বলেছে তারা বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ(motorcycle price in bangladesh) করতে চাই এজন্য  সিসি সীমা 250  এ উন্নীত করা প্রয়োজন।(motorcycle valley) এছাড়াও ইউরোপীয় অনেক কোম্পানি বাংলাদেশে আসতে চাই। তবে তাদের সমস্যা শুধুমাত্র সিসির সীমা নিয়ে।(motorcycle insurance) তাদেরকে ব্যবসার সুযোগ দিতে বর্তমান নীতিটি বদলাতে হবে। (motorcycle game)

তবে এর পক্ষে বিপক্ষে মত এসেছে। কারণ যারা এই নীতি হওয়ার পরে মূলত 150 থেকে 165 সিসি মোটরসাইকেলের জন্য বিনিয়োগ করেছে তারা ক্ষতির সম্মুখীন হবে। তারা আরো কিছু বছর এই সীমা রাখার  পক্ষে। 


Post a Comment

0 Comments