Elon Musk is the richest man in the world

Ticker

100/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

Elon Musk is the richest man in the world

Elon Musk is the richest man in the world, Elon Musk net worth, Elon Musk spouse, Elon Musk wife, Elon Musk age,Elon Musk twitter,Elon Musk grimes,Elon Musk girlfriend, Elon Musk height,Elon Musk children,Elon Musk baby name,


Elon Musk is the richest man in the world





ইলন মাক্স এখন পৃথিবীর সবচেয়ে সেরা ধনী। তিনি পেছনে ফেলেছেন তিন বছর ধরে শীর্ষস্থান দখল করে রাখা অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে। ইলন মাক্স এর বর্তমান বয়স হলো ৪৯ বছর।তিনি একাধারে স্পেসএক্স এবং টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা। বর্তমানে  তার সম্পদের অর্থমূল্য 191 বিলিয়ন মার্কিন ডলার Elon Musk net worth। আর দ্বিতীয় স্থানে থাকা জেফ বেজোস এর সম্পদের অর্থমূল্য 187 বিলিয়ন মার্কিন ডলার। অর্থাৎ ইলন মাক্স এর  সম্পদমূল্য জেফ বেজোস এর সম্পদ  মূল্য অপেক্ষা 4 বিলিয়ন মার্কিন ডলার বেশি। ইলন মাস্ক এর উত্থান অভূতপূর্ব।

বর্তমানে ইলন মাস্ক টেসলার 20 শতাংশ শেয়ারের মালিক। গতবছর গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার   শেয়ারের মূল্য বৃদ্ধি পেয়েছিল 743 শতাংশ! আর এর ফলেই ফুলে-ফেঁপে উঠেছে ইলন মাস্কের সম্পদের পরিমাণও। তবে তিনি শীর্ষ ধনীর স্থান দখল করলেও তিনি কোনো উচ্ছ্বাস প্রকাশ করেননি। তবে তিনি একটি টুইটে বলেছেন, 'কি অদ্ভুত'।

ইলন মাস্ক 2002 সালে স্পেসএক্স এবং 2003 সালে টেসলা মটরস প্রতিষ্ঠা করেন।Elon Musk companies এছাড়াও তিনি 1999 সালে  x.com প্রতিষ্ঠা করেন যার পরবর্তী নাম আমাদের সবার পরিচিত পেপ্যাল।এছাড়াও হাইপারলুপের জন্য সুড়ঙ্গ তৈরি করতে তিনি দি বোয়িং কোম্পানি  নামক কোম্পানি প্রতিষ্ঠা করেন। Elon Musk wife আর এর মাধ্যমেই তিনি আমাদেরকে স্বপ্ন দেখাতে শুরু করেছেন সুড়ঙ্গের মধ্যে দিয়ে যানজট ছাড়াই চলবে গাড়ি ও মানুষ । Elon Musk children

ইলন মাক্স এত সম্পদের অধিকারী হওয়া সত্ত্বেও তিনি খুবই মিতব্যয়ী। 1971 সালে দক্ষিণ আফ্রিকায় ইলন  জন্ম মাক্সের জন্ম। মাত্র 12 বছর বয়সেই তিনি ব্লাস্টার নামক একটি ভিডিও গেম তৈরি করেছিলেন। Elon Musk twitter 

আপনি জানেন কি!  আমাদের স্বপ্নের বঙ্গবন্ধু স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ  করেছে কিন্তু ইলন মাস্কের স্পেস এক্স। স্পেস এক্স এর সবচেয়ে আধুনিক রকেট ফ্যালকন এ চড়েই মহাকাশে পাড়ি দিয়েছিল বঙ্গবন্ধু স্যাটেলাইট 2018 সালের মে মাসে। Elon Musk quotes

আজকের বিশ্বের সবচেয়ে শীর্ষ ধনী কিন্তু বাল্যকালে ছিলেন অত্যন্ত গরীব। তার স্কুলের Elon Musk education বেতন এবং তার হাত খরচ চালানোর জন্য তিনি তার রুমকে  নাইট ক্লাব হিসেবে ভাড়াও দিয়েছেন। Elon Musk son 

ইলন মাক্স মূলত তার প্রতিষ্ঠান টেসলা মোটরস  এর মাধ্যমেই বিশ্বের শীর্ষ ধনী হয়েছেন। টেসলার শেয়ারের দাম বেড়েছে প্রায় আট গুণ। শুধুমাত্র 2020 সালে তার সম্পদের পরিমাণ বেড়েছে 150 বিলিয়ন মার্কিন ডলার।আর এত কম সময়ে এত সম্পদের মালিক হওয়ার নজির পৃথিবীর ইতিহাসে এটাই মনে হয় প্রথম।  

এক নজরে শীর্ষ ধনী ব্যক্তির সম্পদের মূল্য :

১.ইলন মাক্স : 191 বিলিয়ন মার্কিন ডলার 

২.জেফ বেজোস : 187 বিলিয়ন মার্কিন ডলার 

৩.বিল গেটস : 132 বিলিয়ন মার্কিন ডলার 

Post a Comment

0 Comments