YouTube ।। ইউটিউব থেকে যেভাবে টাকা আয় করবেন

Ticker

100/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

YouTube ।। ইউটিউব থেকে যেভাবে টাকা আয় করবেন

Youtube, Youtube video, Youtube to mp3, Youtube mp3, Youtube tv, Youtube music, Youtube video download, Youtube videos,


YouTube ।।  ইউটিউব থেকে যেভাবে  টাকা আয় করবেন

Youtube download, Youtube channel, Youtube go, Youtube studio,


ইউটিউব সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। কারণ, আপনারা জানেন এটা কত বড় একটা ভিডিও শেয়ারিং সাইট। আর ইউটিউব থেকে আয় করে স্বাবলম্বী হওয়া মানুষের সংখ্যাও কম নয়। তাই আমার মনে হয় যে কেউ অল্প একটু পরিশ্রম করলেই সে ইউটিউব জগতে নিজের  ভালোএকটা  অবস্থান তৈরি করতে সক্ষম হবে। ইউটিউব থেকে টাকা আয় করা কঠিন কোনো ব্যাপার নয়। তো চলুন জেনে নেওয়া যাক আপনি কি কি উপায়ে ইউটিউব থেকে টাকা আয় করতে পারবেন। youtube channel

তবে প্রথমেই আপনাকে একটি ইউটিউব চ্যানেল খুলতে হবে। আপনার ইউটিউব চ্যানেলের এমন একটি নাম দিতে হবে যা দেখে বোঝা যাবে যে আপনি ওই বিষয়ে আপনার চ্যানেলের ভিডিও আপলোড করেন কিংবা করবেন। তাই প্রথমে একটি নাম ঠিক করুন। তারপর কয়েকটি ভিডিও আপলোড করে আপনার চ্যানেলটাকে সুন্দরভাবে কাস্টমাইজ করুন। youtube apps

ইউটিউব চ্যানেল থেকে আয় করা বা মনিটাইজেশন এর ক্ষেত্রে ইউটিউবের নিজস্ব কিছু নিয়ম-কানুন আছে। যেমন, মনিটাইজেশন এর আবেদন করতে হলে আপনার চ্যানেলে বর্তমানে 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার অবশ্যই থাকতে হবে। আপনার চ্যানেলে যদি 4000 ঘন্টা ওয়াচ টাইম আর  1000 সাবস্ক্রাইবার না থাকে তাহলে আপনি  ইউটিউবে মনিটাইজেশন  বা আয় করার জন্য ইউটিউবে আবেদন করতে পারবেন না। আপনার আবেদন যদি ইউটিউব গ্রহণ করে তাহলে আপনার চ্যানেলে বিজ্ঞাপন আসা শুরু করবে। আর বিজ্ঞাপন আসার জন্য আপনার চ্যানেলটিকে অবশ্যই এডসেন্স একাউন্টের সাথে সংযুক্ত করতে হবে। আপনার আয়ের  টাকা সংরক্ষিত থাকে গুগল অ্যাডসেন্স এ। youtube channel kivabe khulbo

চ্যানেলের মালিক তার ই-মেইল ঠিকানা দিয়ে অ্যাডসেন্সে একাউন্ট খুলতে পারেন।আপনার চ্যানেলটা বিজ্ঞাপন দেখানোর উপযোগী কিনা তা পর্যালোচনা করে দেখে গুগল কর্তৃপক্ষ। youtube income

তো চলুন  এখন জেনে নেয়া যাক যে আপনি কি কি উপায়ে গুগল থেকে টাকা আয় করতে পারবেন। youtube theke income


গুগল অ্যাডসেন্স থেকে :  গুগল এডসেন্স হতে পারে আপনার ইউটিউব থেকে আয়ের প্রথম মাধ্যম। কারন গুগল এডসেন্স থেকে টাকা আয় করা অত্যন্ত সহজ ব্যাপার। এখান থেকে আপনি ভালো পরিমাণে টাকা আয় করতে পারবেন। এর জন্য আপনাকে কিছু নিয়ম মেনে চলতে হবে যেমন -

আপনার ভিডিওর মান ভালো হতে হবে :  ইউটিউব থেকে আপনার আয়ের পরিমাণ নির্ভর করে আপনার কনটেন্ট অর্থাৎ আপনার ভিডিওটা কত ভালো তার উপর। আপনার ভিডিওটা যদি  ভালো না হয় তাহলে দর্শক আপনার ভিডিওটা দেখবে না। আর দর্শক না দেখলে আপনার আয়ও হবে না।

ভালো উপস্থাপনা :  কোন খারাপ জিনিসকেও যদি ভালোভাবে উপস্থাপনা করা হয় তবে তাও দেখতে ভালো লাগে। তাই আপনার উপস্থাপনাকে অবশ্যই গুরুত্বের সঙ্গে নিতে হবে।জানেনই তো আগে দর্শনধারী তারপর গুণবিচারী।


যত ভিউ তত আয় নয় :  ইউটিউব সম্পর্কে মানুষের একটি ভুল ধারণা আছে আর তা হলো, যত ভিউ তত আয়। তবে যত বেশি ভিউ  হবে তত বেশি বিজ্ঞাপন পাওয়ার সম্ভাবনা থাকে। আর যত বেশি বিজ্ঞাপন তত বেশি টাকা আয়। ইউটিউব থেকে মূল আয়টা হয় বিজ্ঞাপন থেকেই। আপনার চ্যানেলে যদি বেশি ভিউ থাকে তাহলে আপনার বিজ্ঞাপন পাওয়ার আশাও ততো বেশি থাকবে।

এছাড়াও ইউটিউব থেকে আয়ের আরো বেশ কিছু নিয়মকানুন আছে। আমি সেগুলো পর্যায়ক্রমে আপনাদের সামনে তুলে ধরব। আর আমার এই পোস্টটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনার যদি কোন প্রশ্ন থাকে তা অবশ্যই নির্দ্বিধায় জানাতে পারেন। 

Post a Comment

0 Comments