পাসওয়ার্ড একেবারে ব্যক্তিগত একটি তথ্য। আমাদের যত আপনজনই হয়ে থাকুক না কেন আমরা কিন্তু কারোর সাথে আমাদের পাসওয়ার্ড শেয়ার করি না।শুধু ওয়েবসাইটের পাসওয়ার্ডই নয় আমাদেরকে সতর্ক থাকতে হবে আমাদের ব্যাংক ও মোবাইল ব্যাংকিং একাউন্টের পিন-এর ব্যাপারেও।একটি নিরাপদ পাসওয়ার্ড তৈরির জন্য আমাদের নিচের বিষয়গুলো খেয়াল রাখা উচিত -
বড় পাসওয়ার্ড তৈরি করাঃ আমাদের পাসওয়ার্ডকে অবশ্যই ন্যূনতম 12 অক্ষরের হতে হবে। অনেক সময় 'brute force attack'নামের একটি পদ্ধতিতে কম্পিউটার প্রোগ্রামের মাধ্যমে সব ধরনের পাসওয়ার্ড অনুমান করার চেষ্টা করা হয়। তবে ছোট আকারের পাসওয়ার্ড এর চেয়ে বড় আকারের পাসওয়ার্ড অনুমান করা বেশ কঠিন। তাই আমাদের পাসওয়ার্ডকে অবশ্যই বড় আকারের হতে হবে।
অর্থপূর্ণ নয় এমন পাসওয়ার্ড ব্যবহার করাঃ বড় পাসওয়ার্ড ব্যবহার করলেই আপনি সম্পূর্ণ নিরাপদ, এমনটা কখনই নয়। আমাদের পাসওয়ার্ডটা যেন কোনো অর্থ বহন না করে সেরকম ভাবে সেট করতে হবে। কারণ অর্থপূর্ণ পাসওয়ার্ড অনুমান করা খুবই সহজ। যদি আপনি আপনার নাম, আপনার প্রিয় কবির নাম, আপনার দেশের নাম বা শহরের নাম, আপনার বাড়ির ঠিকানা,আপনার প্রিয় কোন উক্তি ইত্যাদি যদি পাসওয়ার্ড হিসেবে ব্যবহার করেন, তাহলে অন্য কেউ সহজেই সেটা অনুমান করতে পারবে। তাই সবসময় অর্থপূর্ণ নয় যেমন পাসওয়ার্ড ব্যবহার করুন।
নম্বর,চিহ্ন ও বিভিন্ন অক্ষর মিলিয়ে রাখাঃ পাসওয়ার্ডে শুধু a থেকে z অক্ষর গুলো ব্যবহার না করে সংখ্যা, চিহ্ন ও বিভিন্ন অক্ষর মিলিয়ে তৈরি করলে পাসওয়ার্ডটা শক্তিশালী হয়। এছাড়াও ছোট হাতের অক্ষর এবং বড় হাতের অক্ষর মিশিয়ে ব্যবহার করলে পাসওয়ার্ডটা আরো শক্তিশালী হয়। তাই এক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন।
একই পাসওয়ার্ড বিভিন্ন সাইটে ব্যবহার না করাঃ একটি পাসওয়ার্ড শুধুমাত্র একটি সাইটে ব্যবহার করা উচিত। এতে আপনার পাসওয়ার্ডের নিরাপত্তা রক্ষিত হয় । তবে আপনার পাসওয়ার্ডটি অবশ্যই নিরাপদ হতে হবে এবং কখনোই কোনো একাউন্টে সহজে অনুমান করা যায় এমন কোন পাসওয়ার্ড ব্যবহার করবেন না।
মাঝেমধ্যে পাসওয়ার্ড পরিবর্তন করাঃ কঠিন কোন পাসওয়ার্ড ব্যবহার করলেও কিছুদিন পর পর সেটি পরিবর্তন করে নতুন কোন পাসওয়ার্ড ব্যবহার করা উচিত। বিশেষভাবে ব্যাংক একাউন্ট এবং অর্থ আদান-প্রদান সংক্রান্ত অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে এ নিয়ম অবশ্যই মেনে চলা উচিত। এতে আপনার তথ্যের নিরাপত্তা বজায় থাকবে।
লগ আউট করাঃ ব্যক্তিগত ডিভাইস ছাড়া অপর কারো ডিভাইস বা অপর কোন স্থান যেমন অফিস, বিশ্ববিদ্যালয় থেকে কোন একাউন্টে লগইন করা হলে অবশ্যই খেয়াল করে লগ আউট করতে হবে। কারণ আপনি যদি লগইন করা অবস্থায় আপনি চলে যান তাহলে অপর কেউ আপনার অ্যাকাউন্টে প্রবেশ করে আপনার পাসওয়ার্ড পরিবর্তন করাসহ আরো নানা রকম ক্ষতি করতে পারে। তাই এ বিষয়ে অবশ্যই খেয়াল রাখবেন।
0 Comments