MIUI 12.5 update list, MIUI 12.5 release date, MIUI 12.5 features, MIUI 12.5 download, MIUI 12.5 update, MIUI 12.5 release date global, MIUI 12.5 update date, MIUI 12.5 update tracker,
শাওমির নির্দিষ্ট কিছু মডেলের স্মার্টফোন পেতে চলেছে MIUI 12.5 Update. শাওমি জানিয়েছে, 2021 সালের দ্বিতীয় কোয়াটার থেকেই আপডেট পেতে শুরু করবে নির্দিষ্ট মডেলের স্মার্টফোনগুলো।
MIUI 12.5 Update এ কি থাকছে ?
✓যেকোনো কাজের ক্ষেত্রে CPU আগের চেয়ে 22 শতাংশ কম ব্যবহৃত হবে।
✓ আগের চেয়ে ব্যাটারির খরচের ক্ষমতা 15 শতাংশ অপটিমাইজ হবে।
✓ একসঙ্গে অনেকগুলো অ্যাপস আনইন্সটল করা যাবে।
✓ এই আপডেটে রয়েছে একাধিক প্রাইভেসি ফিচারস।
কোন কোন ডিভাইসগুলো পাবে এই MIUI 12.5 Update ?
শাওমির প্রথম ব্যাচ এবং দ্বিতীয় ব্যাচের নির্দিষ্ট কিছু স্মার্টফোন এই বিশেষ আপডেট পাবেন।
প্রথম ব্যাচের স্মার্টফোনগুলোর মডেল হলো: Mi 10T, Mi 10T Pro, Mi Mi 10, Mi 10 Pro, Mi 11(মোট ৫ টি)
দ্বিতীয় ব্যাচের স্মার্টফোনগুলোর মডেল হলো: Mi 10 Lite 5G, Mi 10T Lite, Mi Note 10, Mi Note 10 Lite, Redmi Note 9T, Redmi Note 9 Pro, Redmi Note 9S, Redmi Note 9, Redmi Note 8 Pro, Redmi 9(মোট ১১ টি)
সারাবিশ্বে Mi 11 লঞ্চ করার সঙ্গে সঙ্গেই এই বিশেষ আপডেটের ঘোষণা দেয় নির্মাতাপ্রতিষ্ঠান Xiaomi. Xiaomi জানিয়েছে, এই বিশেষ আপডেটটি মূলত সিস্টেম অপটিমাইজেশনে ফোকাস করবে। শাওমির পক্ষ থেকে দাবি করা হয়েছে, যে ডিভাইসগুলো এই আপডেটটি পাবে সে সকল ডিভাইসের সিপিইউ আগের চেয়ে 22 শতাংশ কম ব্যবহৃত হবে। এছাড়াও আরও দাবি করা হয়েছে যে, আগের চেয়ে ডিভাইসগুলো 15 শতাংশ কম ব্যাটারির শক্তি ব্যবহার করবে। এছাড়াও এই আপডেটে ব্যবহারকারীরা উপভোগ করতে পারবে একাধিক প্রাইভেসি ফিচারস।
0 Comments