লেবু আমাদের দেশে যেমন সহজলভ্য তেমনই লেবুর গুণেরও কোন শেষ নেই। প্রতিদিন লেবু খাওয়ার রয়েছে অনেক উপকারিতা। আবার গৃহস্থলীর বিভিন্ন সমস্যার তাড়াতাড়ি সমাধান দিতেও প্রস্তুত লেবু।অনেকে তো আবার লেবুকে মহৌষধ মনে করেন।তবে এর কারণও রয়েছে বটে । সাধারণ সর্দি-কাশি থেকে শুরু করে মারাত্মক ব্যাধি ক্যান্সার পর্যন্ত প্রতিরোধ করে লেবু।দৈনিক ভিটামিন-সি - এর চাহিদা পূরণের জন্য এক টুকরো লেবুই যথেষ্ট। গৃহস্থালির ছোটখাটো কাজের সহজ টোটকা হলে লেবু। গৃহস্থালির অনেক ছোটখাটো কাজে লেবু ব্যবহার করা যায়। যেমন -
১.ফ্রিজের দুর্গন্ধ দূর করতে লেবু আমাদের সাহায্য করে। কয়েক টুকরো লেবু কেটে যদি ফ্রিজে রাখেন তাহলে ফ্রিজের দুর্গন্ধ আর হবে না। আবার আপনি চাইলে ফ্রিজ পরিষ্কার করার সময় লেবুর রস মেশানো পানি দিয়েও ফ্রিজ পরিষ্কার করতে পারেন। এতে আপনার ফ্রিজ জীবাণুমুক্ত হবে আবার দুর্গন্ধও হবে না।
২.পিতল, তামা বা স্টিলের তৈজসপত্র চকচকে ও পরিষ্কার রাখতে লেবুর রস ব্যবহার করতে পারেন।
৩.প্রেসারকুকার বা চায়ের কেটলির নিচে অনেক সময় খনিজ পদার্থ জমে। লেবুর খোসা এসব ময়লা পরিষ্কারের ক্ষেত্রে বড় ভূমিকা রাখে।
৪.রান্নাঘরে সব সময় তেল-মসলা ব্যবহারের কারণে রান্নাঘর সাধারণত তেলতেলে থাকে। এ সমস্যা সমাধানের জন্য আপনার প্রয়োজন লেবু, লবণ আর গরম পানি। এই তিনটির মিশ্রণ তৈরি করে ব্রাশ দিয়ে ঘষুন তেলতেলে ভাব দূর হয়ে যাবে।
৫.সালাদের ফলকে বাদামি হওয়া থেকে রোধ করতে লেবুর রস ব্যবহার করতে পারেন।
৬.পেঁয়াজ, রসুন কিংবা মাছ কাটার পর হাতে দুর্গন্ধ হয়।এদুর্গন্ধ সহজে যেতে চায়না । আর এ দুর্গন্ধকে কাটাতে আপনি লেবু ব্যবহার করতে পারেন।
৭.কাপড় থেকে কালির দাগ তুলতে লেবু হতে পারে আপনার সবচেয়ে ভালো সঙ্গী। এজন্য আপনাকে ঠান্ডা পানিতে আপনার কাপড়কে ধুয়ে নিতে হবে এবং দাগের উপর লেবুর টুকরা ভালো করে ঘষে নিতে হবে।
৮.বাথরুম ও টয়লেটের হলদেটে দাগ দূর করতে লেবু দারুন কাজ করে।
৯.লেবুর গন্ধ পোকামাকড় দূর করতেও আমাদেরকে সাহায্য করে।
এছাড়াও লেবুর আরও অনেক উপকারিতা রয়েছে। আজ না হয় যে পর্যন্তই।
0 Comments