গুগল যদি একদিন বন্ধ থাকে l If Google is closed oneday

Ticker

100/recent/ticker-posts

Header Ads Widget

Responsive Advertisement

গুগল যদি একদিন বন্ধ থাকে l If Google is closed oneday

গুগল যদি একদিন বন্ধ থাকে l  If Google is closed oneday

 ডিজিটাল দুনিয়ায় সবচেয়ে পরিচিত প্রতিষ্ঠানটির নাম  গুগল।ইউটিউব,জিমেইল,গুগল ম্যাপ,গুগল ক্রোম ব্রাউজার ইত্যাদি ইন্টারনেটভিত্তিক সেবাদানকারী প্রতিষ্ঠান হলো গুগল। সহজেই প্রয়োজনীয় তথ্য খুজে বের করার ক্ষেত্রে গুগল এর বিকল্প এখনো তৈরি হয়নি।সারাবিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীরা এই প্রতিষ্ঠানটি উপর নির্ভরশীল বিভিন্নভাবে।গুগল যদি একজন বন্ধ থাকতো তাহলে কি হতো?এ প্রশ্ন কি কখনো আপনার মাথায় এসেছে? তো চলুন আজ জেনে নেওয়া যাক -



নো গুগোল সার্চ ঃঅধিকাংশ মানুষই ইন্টারনেটে কোনো কিছু খুঁজে বের করতে গুগল সার্চ ব্যবহার করেন।গুগল সার্চ এখন আমাদের জীবনেরই অংশ।আমরা যে কোন কিছু করার আগে প্রথমেই গুগলে  সার্চ করি।গুগল সার্চ ইঞ্জিন আমাদের জীবনটাকে সহজ করেছে।


অন্যান্য সার্চ ইঞ্জিনে  ব্যবহার করবে ব্যবহারকারীরাঃগুগলের সেবা বন্ধ হয়ে গেলে বিশ্বের অধিকাংশ ইন্টারনেট ব্যবহারকারী সরাসরি ডাকডাকগো সার্চ ইঞ্জিনে তথ্য অনুসন্ধানের চলে  যাবে।কারণ ডাকডাকগো ব্যাবহারকারীর অবস্থান সনাক্ত করে না।অর্থাৎ প্রাইভেসি বেশি।এটি সার্চ ইঞ্জিন ব্যবহারের নেতৃত্ব দিতে পারে। এছাড়াও এগিয়ে আছে মাইক্রো সফটওয়্যার সার্চ ইঞ্জিন। এছাড়া আরো আছে ইয়াহু,বাইদু, এমএসএন,ইয়ানন্ডেক্স,ask.com  ইত্যাদি । 


তথ্য অনুসন্ধানে বাড়বে বিরম্বনাঃএখন শিশু থেকে বৃদ্ধ সবাই অনায়াসে যা অনুসন্ধান করেন তাই পেয়ে যান। তা আর  সহজ হবে না।  যদিও অনেক বিকল্প সার্চ ইঞ্জিন আছে। 


হ্রাস পাবে চুরি করা তথ্যের সমাহার ঃবিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত অনুসন্ধান মাধ্যম হওয়া সত্ত্বেও এটি ব্যবহারকারীদের চুরি করা শত শত কনটেন্ট লিংক প্রদর্শন করে।তাই এটি বন্ধ হলে চুরি করা তথ্যের সমাহার ও কমে যাবে। 


ভুল ধরে পুরস্কৃত হওয়ার  দিন শেষ হবেঃকেউ যদি গুগলের কোন ভুল ধরে দেয় তবে গুগল তাদের মোটা অংকের অর্থ পুরস্কৃত করে। অনেক সফটওয়্যার ইঞ্জিনিয়ার সাথে যারা এসব ত্রুটি ধরে বলতে গেলে জীবিকা নির্বাহ করে তাদেরকে একদম নিরামিষ দিন পার করতে হবে। 


নতুন সার্চ ইঞ্জিন উন্মোচন করতে পারে ফেসবুকঃনতুন কিছু তৈরি করা ফেসবুকের স্বভাবে পরিণত হয়েছে এখন। ফেসবুক নতুন একটি সার্চ ইঞ্জিন উম্মোচন করে বসতে পারে।কারণ এরই মধ্যে তাদের তৈরি সার্চ ইঞ্জিনটি ফেসবুক সংক্রান্ত কোটি কোটি অনুসন্ধান অনুরোধ সফল ভাবে উপস্থাপন করে। 


আমাদের দৈনন্দিন জীবনের গুগল সার্চের অবদান অনস্বীকার্য। একথা আজ সবাই মনেপ্রাণে বিশ্বাস করে ।  

Post a Comment

0 Comments